জাতীয়

নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক লীগ নেতা রাসেলের নেতৃত্বে শোক দিবস পালিত

  নিজস্ব প্রতিবেদক ১৭ অগাস্ট ২০২০ , ১:২১ পিএম প্রিন্ট সংস্করণ

সিদ্ধিরগঞ্জ (নারায়নগঞ্জ) প্রতিনিধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মিলাদ মাহফিল, আলোচনা সভার আয়োজন করেছেন নারায়ণগঞ্জ জেলা সেচ্ছা সেবকলীগের আহŸাবায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ রাসেল।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ড বাতেনপাড়া এলাকায় অরবিট কার্য্যালয়ের সামনে আবূল কালাম আজাদ রাসেলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমান (বিএসসি),নাসিকের ১.২.৩ সংরক্ষিত নারী কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফর, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রওশন আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আজিজুল হক, হাজী নওয়াব আলী, হাজী অলিউল্লাহ, আব্দুল্লাহ, খলিল মিয়া, আতিকুর রহমান খশরু, আরিফ হোসেন সোহেল, হাজী মফিজুল হক, সোহেল, প্রমুখ।
সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা সেচ্ছা সেবকলীগের আহŸাবায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ রাসেল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে বাংলার দামাল সামাল ছাত্র জনতা এক হয়ে এ দেশ স্বাধীন করেছে। আজ আমরা পেয়েছি স্বাধীণ সার্বভৌম রাষ্ট্র। একটি অপশক্তি আমাদের দেশ থেকে আওয়ামী লীগের রাজনীতি নৎসাৎ করে দেওয়ার জন্য স্বপরিবারে বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করেছে। তাদের ধারণা ছিল জাতীর জনককে হত্যা করলে আওয়ামী লীগের রাজনীতি চিরদিনের জন্য মুছে যাবে। তারা জানত না বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনকের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য দূর্বার গতিতে এগিয়ে যাবে। জাতির জনকের আদর্শ বুকে লালন করে আগামী দিনে এগিয়ে যাবে দেশ এমন প্রত্যাশা করছি।