নিজস্ব প্রতিবেদক ২৯ সেপ্টেম্বর ২০২০ , ২:১৪ পিএম প্রিন্ট সংস্করণ
আড়াইহাজার (নারায়ণগঞ্জ)প্রতিনিধি:
নারায়ণঞ্জ জেলার সেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আড়াইহাজার পাঁচরুখী এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। এসময় সেচ্ছাসেবক দলের নারায়ণগঞ্জ জেলা শাখার এক’শ একাত্তর সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেয়া হয়।
নারায়ণগঞ্জ জেলার সেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার শাদাত সায়েমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গোলাম সারোয়ার, মোস্তাকুর রহমান মোস্তাক, ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, সিনিয়র যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, যুগ্ন সাধারণ সম্পাদক সাদরেজ জামান, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাহবুবের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সালু, সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত মোল্লা, সহ-সভাপতি জাকারিয়া প্রমুখ।
এসময় নারায়নগঞ্জ জেলার সেচ্ছাসেবক দলের নেতারা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ক্রেষ্ট দিয়ে শুভেচ্ছা জানান।