জাতীয়

নজরুল বিশ্ববিদ্যালয়ে সাবেক এমপি আঃ রশিদের নামে হল নমকরণের দাবী।

  নিজস্ব প্রতিবেদক ২ জুলাই ২০২০ , ১১:১১ পিএম প্রিন্ট সংস্করণ

মামুনুর রশিদ, ত্রিশাল।

ময়মনসিংহের ত্রিশালের নামাপাড়ায় অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্নবিদ্যালয় প্রতিষ্ঠায় সেই সময় অগ্রনী ভূমিকা পালন করেছিলেন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় স্থানীয় সমন্বয়কারী সাবেক সংসদ সদস্য মরহুম অধ্যক্ষ আব্দুর রশিদ। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে স্থানীয় নাগরিক ও তার স্বজনরা তার নামে নজরুল বিশ্ববিদ্যালয়ে একটি হল বা অডিটোরিয়ামের নামকরন করার জন্য দাবী জানিয়ে আসছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়টি দীর্ঘ কয়েক বছর ধরে চালু হলেও এখনো আঃ রশিদের নামে কোন কিছু নামকরণ করা হয়নি।

ত্রিশালবাসীর দাবী ত্রিশালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় স্থানীয় সমন্বয়কারী সাবেক সংসদ সদস্য মরহুম অধ্যক্ষ আব্দুর রশিদের নামে একটি হলের নামকরনের জন্য দাবী জানিয়েছেন।