নোয়াখালীর বেগমগঞ্জ, সিলেটের এম সি কলেজসহ সারাদেশে নারীর অশ্লীলতাহানি, নির্যাতন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সারা দেশ। তারই প্রেক্ষিতে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করছে ডেমরা থানা ছাত্রলীগ।বুধবার (৭ অক্টোবর ) বিকাল ৫ টায় ডেমরার স্টাফ কোয়ার্টারের হাজী হোসেন প্লাজার সম্মুখে বিক্ষোভ শুরু করে ছাত্রলীগ।
বিক্ষোভ চলাকালে ছাত্রলীগের কর্মীরা বঙ্গবন্ধুর বাংলায় ধর্ষকের ঠাঁই নাই, ধর্ষকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ধর্ষকের ফাঁসি চাই ইত্যাদি স্লোগান দিয়ে বিচার দাবি করেন। এসময় উপস্থিত ছিলেন ডেমরা থানা ছাত্রলীগের সভাপতি জয়নাল আবেদীন সৌরভ।
ডেমরা থানা ছাত্রলীগের সভাপতি জয়নাল আবেদীন সৌরভ বলেন,ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ জোবায়ের আহমেদ ভাইয়ের নির্দেশে ডেমরা থানা ছাত্রলীগের অবস্থান কর্মসূচি।
ধর্ষণকারীরা দেশ ও জাতির শত্রু। তারা দেশ ও জাতির সুনাম নষ্ট করছে। তাই ধর্ষণকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে যেন পরবর্তীতে আর কেউ এমন ঘৃণ্য অপরাধ করার সাহস না পায়।।ধর্ষকের সাথে কোনো অাপোষ নেই।বঙ্গবন্ধুর বাংলায়, ধর্ষকের ঠাই নাই। শেখ হাসিনার বাংলায়, ধর্ষকের ঠাই নাই। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চেয়ে অাজকের এই কর্মসূচি।