রাজনীতি

দেশের মানুষকে করোনা মুক্ত রাখতে প্রধানমন্ত্রী চেষ্টা করে যাচ্ছেন : এমপি মনু

  নিজস্ব প্রতিবেদক ৬ মে ২০২১ , ১১:৫৭ পিএম প্রিন্ট সংস্করণ

সালে আহমেদ,ডেমরাঃ
ঢাকা ৫ আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী মনিরুল ইসলাম মনু বলেছেন, করোনা মহামারীতে আক্রান্ত ও মৃত্যুহারে পৃথিবীর সর্বনিম্ন যে ক’টি দেশ, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। এটা মহানআল্লাহর অশেষ কৃপায় হয়েছে।
তাছাড়া প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বের কারণে। তিনি বাংলাদেশের মানুষকে করোনা থেকে মুক্ত রাখতে যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছেন।
প্রবীন রাজনীতিবিদ ঢাকা ৫ আসনের আওয়ামী লীগের প্রয়াত ৪ বারের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা‘র প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার যাত্রাবাড়ি মালঞ্চ কমিউনিটি সেন্টারে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি প্রয়াত এমপি হাবিবুর রহমান মোল্লার স্মৃতিচারন করে বলেন, এক হাবিবুর রহমান মোল্লা চলে গেছেন তার অনুসারী ছিলাম আমারা। হাজার হাবিবুর রহমান মোল্লা ঘরে ঘরে রেখে গেছেন। তিনি একজন সৎ ভাল মানুষ ছিলেন। তিনি দীর্ঘদিন এমপি ছিলেন কিন্ত তার চক্রান্তে ঢাকা ৫ আসনে রাজনৈতিক কোন খুনখারাবী হয়নি। সত্য কথা বললে হক আদায় হবে। আমরা দোয়া করি প্রয়াত এমপি হাবিবুর রহমান মোল্লা যেন বেহেস্ত বাসী হন।
যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশিদ মুন্না’র সভাপতিত্বে ও ৪৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী আবুল কালাম অনুর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ৫ নির্বাচনী আসনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, ওয়ার্ড ও সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ সর্বস্তরের জনগণ।
এ ছাড়াও হাবিবুর রহমান মোল্লার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা ৫ আসন এলাকার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬০ নম্বর ওয়ার্ডের ছাফরা মসজিদসহ বিভিন্ন মসজিদ ও এলাকায় মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।