মতামত

দেশের আলোচিত জাতীয় দৈনিক গণজাগরণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসাবে দায়িত্ব পেলেন বিশিষ্ট সাংবাদিক ডেমরা প্রেসক্লাব এর সাধারন সম্পাদক জনাব নজরুল ইসলাম বাবু

  নিজস্ব প্রতিবেদক ২৯ জুলাই ২০২২ , ৪:০৫ পিএম প্রিন্ট সংস্করণ

শরীফ আহমেদ দৈনিক দেশ আমার বিশেষ প্রতিবেদনঃ

 

দেশের উন্নয়ন মুলক প্রতিবেদন ডকুমেন্টারি রাজনীতি স্বাস্থ্য অপরাধ মুলক মাদক দুর্নীতি বিরুদ্ধে আপোষহীন মনোভাব নিয়ে সংবাদ পরিবেশেন এর মাধ্যমে সবার দেশ ও জনগনের আস্থা রাখতে দীর্ঘ ৩২ বছরে সফলতা অর্জন করে আজ দেশের গ্রাম বাংলা যাবতীয় তথ্যাদিসহ বিভিন্ন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে দেশের আলোচিত জাতীয় দৈনিক গণজাগরণ পএিকার,তারই ধারাবাহিকতায় রাজধানী বনশ্রীতে দৈনিক গণজাগরণ পএিকার প্রধান কার্যালয়ে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে গণজাগরণ পএিকার প্রতিষ্ঠাতা যার হাত ধরে দৈনিক গনজাগরণের পথচলা সফলতা সুখ্যাতি অর্জন করেছেন সেই বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট সুশীল সমাজের অহংকার মরহুম জনাব,দীন মোহাম্মদ ভুঁইয়া সাহেবের সুযোগ্য সন্তান সুশিক্ষিত ব্যাক্তিত্ব সম্পন্ন মানুষ তরুণ সাংবাদিক জনাব,শরফুদ্দিন ভুঁইয়া রাব্বি হাত থেকে দৈনিক গণজাগরণ পএিকার দায়ীত্ব প্রাপ্ত ভারপ্রাপ্ত সম্পাদক হিসাবে দায়িত্ব পেলেন বিশিষ্ট সাংবাদিক,সাংবাদিক মহলে আইকন ঐতিহ্য বাহী ডেমরা প্রেসক্লাবে সম্মানিত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু।

এসময় শরফুদ্দিন ভুঁইয়া রাব্বি বলেন,দৈনিক গণজাগরণ পএিকার সুন্যাম অর্জন অক্ষুন্ম রাখতে গণজাগরণ পএিকার প্রতিস্ঠাতা আমার বাবা মরহুম জনাব দীন মোহাম্মদ ভুঁইয়া সাহেবের গণজাগরণ পএিকাটি স্বপ্ন ছিলো এটাকে বাস্তবায়ন করতে তিনি অক্লান্ত পরিশ্রমে করে গিয়েছেন,আজ দেশ ও বিদেশে গণজাগরণ পএিকার সুপরিচিত সুখ্যাতি অর্জন করেছে,তার ধারাবাহিকতায় লক্ষে আমি ও আমার পরিবারের পক্ষ থেকে বিশিষ্ট সাংবাদিক জনাব নজরুল ইসলাম বাবু সাহেবকে দৈনিক গণজাগরণ পএিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসাবে জনাব,নজরুল ইসলাম বাবু সাহেবকে দায়িত্ব অর্পণ করলাম,আমি আশা করবো বাবু সাহেব দৈনিক গণজাগরণকে আরো আন্তরিকতার সুদুর প্রসারিত করবেন আমি বাবু সাহেবের মঙ্গল কামনা করছি,এই সময় নতুন দায়ীত্ব প্রাপ্ত ভারপ্রাপ্ত সম্পাদক নজরুল ইসলাম বাবু বলেন,আমি অন্তত্য আনন্দিত ও গর্বিত দেশের বহুল আলোচিত গণমাধ্যম জাতীয় দৈনিক গণজাগরণ পএিকার দায়ীত্ব পেয়ে,আমি আমার সর্বোচ্চ পরিশ্রম ও মেধাকে কাজে লাগিয়ে গণজাগরণ পএিকাকে দেশে সর্বোচ্চ শীর্ষ স্থানে নিয়ে পৌছাবো,এই সময় অনুস্ঠানে আরো উপস্থিত ছিলেন বরিশাল বাংলা টিভি পরিচালক মিজানুর রহমান মিজান,দৈনিক দেশ আমার পএিকায় বার্তা সম্পাদক শরীফ আহমেদ,দৈনিক গণজাগরণ পএিকার বিশেষ প্রতিনিধি সেলিম আহমেদ,বিশিষ্ট ব্যাবসায়ী সাইফুল কবীর রন্জু এই সময় উপস্থিত ছিলেন,পরিশেষে উক্ত অনুষ্ঠান মিলাদ দোয়া ও তবারক বিতরনের মাধ্যমে শেষ হয়।