নিজস্ব প্রতিবেদক ৩ মে ২০২১ , ৬:১৬ পিএম প্রিন্ট সংস্করণ
কবি নজরুল কলেজ প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে পথচারী, দুস্থ ও দিনমজুরদের মাঝে ইফতার বিতরণ করেছেন কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগ।
সোমবার (৩রা মে) বিকেল ৫ টায় কবি নজরুল সরকারি কলেজ গেট,লক্ষীবাজার, সদরঘাটের আশপাশের পাঁচ শতাধিক অসহায় ও দুস্থ,
রিকশা চালক,দিনমজুর, পথশিশুদের মাঝে ইফতার বিতরণ করেন কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগ নেতা ইয়াসিন আল অনিক।
কবি নজরুল সরকারি কলেজ মসজিদে ইমাম মাওলানা মো. জামাল উদ্দিন বলেন, বৈশ্বিক দূর্যোগ করোনা ভাইরাসের সংক্রমণের প্রথম থেকেই ছাত্রলীগ নেতা ইয়াসিন আল অনিক তার নিজ উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন। প্রথম রোজা থেকেই নিজ উদ্যোগে মসজিদে ইফতারে ব্যবস্থা করেছেন। আমরা তার সুন্দর উজ্বল ভবিষ্যৎ কামনা করি।
কবি নজরুল কলেজ ছাত্রলীগ নেতা ইয়াসিন আল অনিক বলেন, প্রতি বছর ক্যাম্পাসে বড় পরিসরে ইফতারে আয়োজন করি, কিন্তু এবছর পরিস্থিতি ভিন্ন। এ অবস্থায় জমায়েত করে ইফতারের আয়োজন সম্ভব নয়।
এ কারনে ছাত্রলীগের কেন্দ্রীয় নিদর্শনায় ইফতার তৈরি করে ক্যাম্পাস ও আশপাশের অস্বচ্ছল মানুষের মাঝে বিতরণ উদ্যোগে নিয়েছি।
তিনি আরও বলেন, মানুষ মানুষের জন্য এই কথাটি আমি মনেপ্রাণে বিশ্বাস করি, যার কারনে আমি সবসময়ই আমার সাধ্যমতো মানুষের জন্য কাজ করতে পছন্দ করি, বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্ব আস্থা রেখে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মেনে আমি আমার কর্মকান্ডের মাধ্যমে এগিয়ে যেতে চাই।