সালে আহমেদ, ডেমরাঃ
রাজধানীর ডেমরায় ডিএনডি খালে পড়ে আকাশি নামে এক শিশু নিখোঁজ রয়েছে। খবর পেয়ে তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে গোসল করতে গিয়ে
শিশুটি নিখোঁজ হয়।
নিখোঁজ আকাশি শেরপুরের নলিতাবাড়ী থানার চাঁদগাঁও গ্রামের মো. আনোয়ার হোসেনের বড় মেয়ে। তারা বর্তমানে ডেমরার বামৈল এলাকায় জাকির মাস্টারের বাড়িতে ভাড়া থাকে।
ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাকারিয়া বলেন, ডেমরা থানার বামৈল এলাকার ডিএনডি খালে আকাশি নামের শিশুটি গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। আমরা তাকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছি।
প্রাথমিকভাবে জানা গেছে,দুপুর ২ টার দিকে শিশুটি ওই খালে পড়ে যায়।স্থানীয় একটি ছেলে বিষয়টি খেয়াল করে জুঁইকে উদ্ধার করতে পারলেও আকাশিকে খুঁজে পায়নি সে। আকাশির খেলার সাথিরা বাড়িতে গিয়ে ভয়ে বিষয়টি গোপন রাখে। পরবর্তীতে বিকালে আকাশির মা-বাবা তাকে খুঁজে না পেয়ে জুঁইসহ তার বান্ধবীদের জিজ্ঞেস করলে জুঁই ভয়ে ভয়ে ডুবে যাওয়ার ঘটনা বলে।
ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে।দীর্ঘ ৬ ঘণ্টা চেষ্টার পরও ফায়ার সার্ভিসের উদ্ধার টিম মেয়েটির কোনো খোঁজ পায়নি।তাই বৃহস্পতিবার সকাল থেকে ডুবুরি দল উদ্ধারের চেষ্টা চালাবে।