জাতীয়

দিপু মনির সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় জাহিদ হাসানের উদ্যােগে দোয়ার আয়োজন

  নিজস্ব প্রতিবেদক ৮ ডিসেম্বর ২০২০ , ৬:৫৩ পিএম প্রিন্ট সংস্করণ

শরীফ মোঃ মাছুম বিল্লাহ

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন চাঁদপুর হাইমচরের উন্নয়নের রূপকার, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সাংসদ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। তাঁর শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ জাহিদ হাসানের আয়োজনে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

গতকাল ৮ ডিসেম্বর মঙ্গলবার বাদ আছর হাইমচর উপজেলার হাসপাতাল জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শিক্ষামন্ত্রীর শারীরিক সুস্থতা কামনায় দোয়া-মুনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা মোঃ রাসেল হোসাইন।

মুনাজাতের পূর্বে উপস্থিত মুসল্লীগনের উদ্দেশ্যে মোঃ জাহিদ হাসান বলেন- আমাদের রাজনৈতিক অভিভাবক, চাঁদপুর হাইমচর ও চাঁদপুর উন্নয়নের রূপকার আলহাজ্ব ডা. দিপু মনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সকলে দোয়া করবেন মহান আল্লাহ তায়লা যেনো ডা.দিপু মনিকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন ও দীর্ঘ হায়াত দান করেন। ডা. দিপু মনির ঐকান্তিক প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতায় হাইমচর আজ উন্নয়নের রোল মডেল। তিনি সর্বদাই হাইমচরকে নিয়ে ভাবেন। করোনা কালীন সময়েও তিনি নিজের জীবনের কথা না ভেবে কঠোর পরিশ্রম করেছেন। তাই আমাদের অভিভাবক ডা. দিপু মনির জন্য আপনাদের কাছে দোয়ার আবেদন করছি।

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা ছাত্রলীগ নেতা বাহাউদ্দীন হৃদয়, মোঃ মতিউর রহমান সানজিদ, মাহাবুব আলম,কলেজ ছাত্রলীগ নেতা শরিফ জমাদারসহ ছাত্রলীগ ও স্হানীয় মুসল্লিগন।