জাতীয়

ত্রিশাল হাসপাতালে ফাটল প্রাণহানির আংশকা

  নিজস্ব প্রতিবেদক ৩০ জুন ২০২০ , ১১:০৮ পিএম প্রিন্ট সংস্করণ

মামুনুর রশিদ, ত্রিশাল : ময়মনসিংহ জেলার ত্রিশালে অবস্থিত ৫০ শয্যা বিশিষ্ট ত্রিশাল উপজেলা স্বস্থ্য কমপ্লেক্স হাসপাতালে বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। হাসপাতালের পুরাতন ভবনটি ফাটল দেখা দেওয়ায় ডাক্তার কর্মকর্তা নার্স সহ সকলেই বিপাকে পড়েছেন। জানাযায়, স্বাধীনতা যুদ্ধের এক দুই বছর পর হাসপাতালের ভবনটি নির্মাণ করা হয়।দীর্ঘ কয়েক যুগ পর ভবনটি ফাটলের সৃষ্টি হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্বরত ডাক্তাররা মানুষের সেবা প্রদান করছেন। হাসপাতালে আগত রোগীরাও আতংকিত হয়ে পড়েছেন। হাসপাতলে ইমার্জেন্সি রুমের সাথেই ছাদের উপর বিশাল ফাটল লক্ষ্য করা গেছে। পরিবার পরিকল্পনা অফিসারের স্টাফদের রুমের ছাদের উপর থেকে সিমেন্ট ঝড়ে পড়ছে এবং পাশের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। এছাড়া ও হাসপাতালের বাউন্ডারির উপর গাছ পড়ে সীমানা প্রাচীর ভেঙ্গে গেছে।সংস্কার করার জন্য নিবার্হী প্রকৌশলী এইচ,ই,ডিকে অবগত করা হয়েছে। ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার নজরুল ইসলাম জানান, হাসপাতালের পুরাতন ভবনে ফাটল দেখা দিয়েছে। আমরা আতঙ্কে রয়েছি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।