নিজস্ব প্রতিবেদক ২২ নভেম্বর ২০২০ , ৯:০০ পিএম প্রিন্ট সংস্করণ
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ আসন্ন ত্রিশাল পৌরসভা নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশা করেছেন সাবেক কাউন্সিলর মামুন-অর-রশিদ ( মামুন)। সে ত্রিশাল পৌর নাগরিকদের দোয়া ও সমর্থন কামনা করেন। জানাযায়, মামুন বিগত দিনে ত্রিশাল পৌরসভার অল্প কিছুদিনের জন্য ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন। তিনি নির্বাচিত হলে ত্রিশাল পৌর এলাকা থেকে দুর্নীতি, মাদক,
বাল্য বিবাহ, নারী নির্যাতন, জুয়া সহ সকল ধরনের অসামাজিক কার্যকলাপ বন্ধ করার প্রত্যাশা করেন।
এছাড়াও পৌরসভার ৯ টি ওয়ার্ডে রাস্তাঘাট পাকা করন, পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা, বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হবে।
মামুন অর রশীদ জানান,তার নির্বাচনের কোনো বিকল্প নেই। পৌর নাগরিকদের প্রতিদিনই ব্যাপক সমর্থন পাচ্ছি । সে আশা করেন নির্বাচনের দিন পর্যন্ত ৯ টি ওয়ার্ডের ভোটারা তাকে সমর্থন দিবেন। সে সবার দোয়া প্রত্যাশা করেন।