নিজস্ব প্রতিবেদক ১ মার্চ ২০২১ , ৩:০০ পিএম প্রিন্ট সংস্করণ
ত্রিশাল (ময়মনসিংহ )প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে সূফী সম্রাট লাখো ভক্তের পথপ্রদর্শক মানবসেবায় সর্বত্যাগী হৃদয় দৃষ্টি সৃষ্টি করা মহাকারিগর ধর্মীয় মহাজ্ঞানী জাহিদ হোসেন ফারুকের জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
২৭ ফেব্রুয়ারী সন্ধ্যায় উপজেলার কাঁঠাল ইউনিয়নের বানিয়াধলায় প্রতিষ্ঠিত জাহিদীয়া সূফী চর্চা কেন্দ্রের খাদেম জসিম মিয়া ও খাদেম বিশিষ্ট সমাজসেবক জসিমউদ্দিনের উদ্যোগে জমকালো আয়োজনে মিলাদ, ভক্তদের উদ্দেশ্যে বয়ান, তবারক বিতরণ করা হয়।
এসময় বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ভক্তবৃন্দের উদ্দেশ্যে সূফী চর্চাকেন্দ্রের খাদেমদ্বয় বিশেষ বয়ান করেন এবং সূফী সম্রাট শাহ জাহিদ হোসেন ফারুকের জীবন চিত্রের গুণাবলী ও তার কিছু অলৌকিক ঘটনা তুলে ধরেন। ত্রিশালে সূফী চর্চাকেন্দ্রের মূল উদ্দেশ্যের প্রতি গুরুত্ব উপস্থাপন করে মোনাজাতের মধ্যদিয়ে জন্মবার্ষিকী অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
মামুনুর রশিদ
ত্রিশাল