জাতীয়

ত্রিশালে বিধিবহির্ভূতভাবে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে থাকা নুরজাহান কে চিঠি

  নিজস্ব প্রতিবেদক ৯ জুলাই ২০২০ , ১১:৪২ পিএম প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সদর ইউনিয়ন বাগান এলাকায় অবস্থিত বাগান ইসলামিয়া আলিম মাদ্রাসার নানা অনিয়ম কে কেন্দ্র করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং জেলা প্রশাসক ময়মনসিংহ কার্যালয়ের শিক্ষা ও আইসিটি শাখার নির্দেশনা মোতাবেক তাকে তার ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে সরে দাঁড়াতে তিন কর্মদিবসের মধ্যে দায়িত্ব হস্তান্তরের নির্দেশনা মোতাবেক অনুরোধ করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।

চিঠিতে উল্ল‍্যেখ করা হয়েছে বর্তমান মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরজাহান আক্তার বিধিবহির্ভূতভাবে মাদ্রাসার কার্যক্রম পরিচালনা করায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক তাকে তার পদ থেকে তিন কার্যদিবসের মধ্যে সরে গিয়ে পাসওয়ার্ড হস্তান্তরের অনুরোধ করা হয়েছে।