জাতীয়

ত্রিশালে ইউপি সদস্যকে নানা ভাবে হয়রানির অভিযোগ

  নিজস্ব প্রতিবেদক ১৭ মার্চ ২০২১ , ৩:৫০ পিএম প্রিন্ট সংস্করণ

 

মামুনুর রশিদ ত্রিশালঃ

ময়মনসিংহের ত্রিশালে ১০ নং মঠবাড়ী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের খাগাটি এলাকার ইউপি সদস্য ও ওয়ার্ড যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ ( বুলু) মেম্বারের বিরুদ্ধে একটি মহল যোগাযোগ মাধ্যমে নানাভাবে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে।

সম্প্রতিকালে বেশ কয়েকটি যোগাযোগ মাধ্যমে ইউপি সদস্য বুলবুল আহমেদ বুলুর বিরুদ্ধে প্রতিবন্ধী কার্ডে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠে। এ ব্যাপারে সরেজমিনে মঠবাড়ি ইউনিয়নের খাগাটি এলাকায় প্রতিবন্ধী রাবিয়ার বাড়িতে খোঁজ নিয়ে জানা যায় ইউপি সদস্য বুলবুল আহমেদ তাদের কাছে কোন টাকা দাবি করেনি।
প্রতিবন্ধী রাবিয়া খাতুন জানান, মেম্বার আমার নিকট থেকে কোনো টাকা-পয়সা নেননি। বিনা পয়সায় তিনি আমাকে একটি কার্ড করিয়া দেন। একটি মহল চাকুরী ও প্রতিবন্ধী কার্ড করার কথা বলে মেম্বারের বিরুদ্ধে কথা বলতে বলেন। আমি কিছু না জেনেই তাদের কথামতো মেম্বারের বিরুদ্ধে কথা বলেছিলাম। এজন্য রাবিয়া ভুল বুঝে অনুতপ্ত প্রকাশ করেন। সে আরও জানান

আমাকে নিয়ে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।

৭নং ওয়ার্ডের বাসিন্দা হতদরিদ্র ফজলুল হকের স্ত্রী আকলিমা আক্তার জানান, আমার কার্ডটি হয়নি তবে মেম্বার সাহেব আমার কাছে কোন টাকা দাবি করেনি।
স্থানীয় এলাকাবাসীরা জানান আমাদের এলাকাটি অবহেলিত এলাকা ছিল । বর্তমান ইউপি সদস্য এলাকায় রাস্তাঘাট, মসজিদের সোলার বিতরণ, গোরস্থানের মাটির ভরাট ও গভীর নলকূপ স্থাপন সহ বয়স্ক ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা বিনা পয়সায় মানুষের মাঝে বিতরণ করেছেন। ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য বুলবুল আহমেদ বুলু জানান, একটি প্রতিপক্ষ মহল আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছেন। যাতে আমি আগামী নির্বাচনে অংশগ্রহণ না করতে পারি। যে অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।