নিজস্ব প্রতিবেদক ২৫ অক্টোবর ২০২০ , ১১:৩১ পিএম প্রিন্ট সংস্করণ
মামুনুর রশিদ ত্রিশাল।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালের বিভিন্ন স্থানে পুজামন্ডব পরিদর্শন করছেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।
তিনি আজ রবিবার (২৫)অক্টোবর পৌরশহর সহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে মত বিনিময় করেন এবং পূজায় আগত পূণ্যার্থীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। সকলকে স্বাস্থ্যবিধি মেনে উৎসব পালনের জন্য আহ্বান জানানো হয়।
প্রতীমা বিসর্জন এর সময় সতর্কতা অবলম্বন করতে নির্দেশনা প্রদান করেন তিনি। প্রতীমা বিসর্জন এর যাবতীয় কার্যক্রম সন্ধ্যার আগেই সমাপ্ত করার ব্যাপারে সকলকে অবহিত করা হয়। করোনা সংক্রমণ প্রতিরোধে কোন প্রকার শোভাযাত্রা না করার জন্যও সকলকে অনুরোধ জানান। পূজামণ্ডপ পরিদর্শনকালে ত্রিশাল সহকারী কমিশনার (ভূমি) মোঃ তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।