নিজস্ব প্রতিবেদক ৪ মার্চ ২০২১ , ৭:০০ পিএম প্রিন্ট সংস্করণ
মোঃ ইসতিয়াক ভূঁইয়াঃ
রুপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার ৩নং ওয়ার্ড এলাকা বাসীর অভিযোগ ৩নং যুবলীগ নেতা মো: করিম সিকদার যুবলীগ ও যুবলীগের বিভিন্ন নেতা কর্মীদের নাম ভাঙিয়ে এলাকার মানুষের বাড়ি ঘর নির্মাণে বাধা, চাঁদা আদায় সহ ইট ,বালু ,রড সিমেন্ট তার কাছ থেকে না নিলে মানুষের উপর নানা ভাবে অত্যাচার প্রাণনাশের হুমকি সহ নানা রকম মামলা মোকদ্দমের ভয় দেখিয়ে অর্থ আদায় করে যাচ্ছেন । যুবলীগ আজ দেশের প্রগতিশীল যুব সমাজের আস্থার ঠিকানা। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে বিশ্বস্ত, নির্ভরযোগ্য আওয়ামী লীগের সহযোগী সংগঠন হচ্ছে যুবলীগ। আওয়ামী যুবলীগের লক্ষ্য শেখ হাসিনার বিশ্ব-শান্তির দর্শন ‘জনগণের ক্ষমতায়ন’ সুদৃঢ করা এবং সর্বস্তরের জনগণ ও প্রগতিশীল যুব সমাজকে ঐক্যবদ্ধ করা এ দর্শনে উদ্বুদ্ধ করা। অথচ ৩নং ওয়ার্ড যুবলীগ নেতা চাঁদাবাজির গড ফাদার মোঃ করিম সিকদার, যুবলীগের মত শান্তির ও প্রগতিশীল সংগঠন এর নাম খারাপ করছেন । এলাকাবাসী করিমের মত চাঁদাবাজি ও অত্যাচারীর হাত থেকে মুক্তি চায়। এলাকাবাসী যুবলীগ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন করিমের মত আর কোনো চাঁদাবাজ যাতে যুবলীগের মত শান্তির রাজনীতিতে না থাকতে পারে এবং করিমের মত চাঁদাবাজ ও অত্যাচারীর বিরুদ্ধে উক্ত অভিযোগের প্রেক্ষিতে যাতে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়।