রাজনীতি

ঢাকা-০৫ উপনির্বাচন উপলক্ষে ডেমরায় প্রস্তুতি সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত

  নিজস্ব প্রতিবেদক ২১ সেপ্টেম্বর ২০২০ , ৯:৫৮ এএম প্রিন্ট সংস্করণ

সালে আহমেদ,ডেমরাঃ

ঢাকা-৫ আসনের আসন্ন সংসদ উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী মনিরুল ইসলাম মনু’কে বিজয়ী করার লক্ষ্য নির্বাচনী প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২০ সেপ্টেম্বর (রবিবার)বিকালে রাজধানীর ডেমরার ৭০ নং ওয়ার্ডের পাইটিতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সিনিয়র-সহ সভাপতি রিদয় খানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাতুয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শান্ত নুর খান শান্ত।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন    ডেমরা থানা ছাত্রলীগের সভাপতি জয়নাল আবেদীন সৌরভ।আমন্ত্রিত অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন
ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক অাকাশ।
প্রধান অতিথির বক্তব্য শান্ত নূর বলেন,মনু ভাই অত্যন্ত কর্মীবান্ধব নেতা ।তিনি ছাত্রজীবনে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ১৯৬৩ সালে আগরতলা ষড়যন্ত্র মামলায় যখন বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়েছিল সেই সময়ে জগন্নাথ কলেজের ছাত্র থাকা অবস্থায় বঙ্গবন্ধুর মুক্তির আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। তাকে মনোনয়ন দেয়ায় আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান শান্ত ।আগামী ১৭ অক্টোবর ২০২০ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনু ভাই কে জয়যুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
প্রসঙ্গত যে, আগামী ১৭ অক্টোবর ঢাকা-৫ আসনে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর আওয়ামী লীগ প্রার্থী ঢাকা-৫ এর নৌকার মাঝি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী মনিরুল ইসলাম মনুকে ঘিরে তৃণমূলের ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
প্রতিদিনই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ এসে তাদের প্রাণপ্রিয় নেতা কে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করছেন