রাজনীতি

ঢাকা-০৫ উপনির্বাচন উপলক্ষে ডেমরার ৬৬ নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ্ঠিত 

  নিজস্ব প্রতিবেদক ১১ অক্টোবর ২০২০ , ১০:৩৮ এএম প্রিন্ট সংস্করণ

সালে আহমেদ,ডেমরাঃ

ঢাকা-০৫ আসনের  উপনির্বাচন উপলক্ষে  আওয়ামী লীগের মনোনীত  প্রার্থী কাজী মনুকে বিজয়ী করার  লক্ষ্য রাজধানীর ডেমরায়  আলোচনা সভা অনুষ্ঠিত  হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ৬৬ নং ওয়ার্ডের ডগাইর নতুন পাড়া ইসলাম বাগে নির্বাচনী এ আলোচনা সভা  অনুষ্ঠিত  হয়েছে।
ইসলামবাগ পঞ্চায়েত কমিটির  সভাপতি  কামাল মাতবরের সভাপতিত্বে ও ডেমরা থানা সেচ্ছাসেবকলীগ নেতা জনাব মুস্তাফিজুর  রহমান  খোকনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে  উপস্থিত  ছিলেন ,৬৬ নং ওয়ার্ডের নির্বাচনী পরিচালনা  কমিটির আহবায়ক জনাব শাহাবুদ্দিন  খান।
বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন,ডেমরা থানা ছাত্রলীগের সভাপতি জয়নাল  আবেদীন  সৌরভ, ৬৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রাসেল ভুঁইয়া , সাধারণ সম্পাদক মেহেদী হাসান,সাংগঠনিক  সম্পাদক মামুন ভুঁইয়া ,মাঈনউদ্দিন সোহেল,৭ নং ওয়ার্ডের সাবেক সদস্য জনাব নাসির উদ্দীন ,৮ নং ওয়ার্ডের সাবেক সদস্য মোতাহার হোসেন ,সাবেক ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম,সারুলিয়া  ইউনিয়ন  ছাত্রলীগের  সাবেক  সভাপতি  মহিউদ্দিন  মিঠু,ডেমরা থানা ছাত্রলীগের  সাবেক  যুগ্ম  সাধারণ  সম্পাদক  সিদ্দিকুর রহমান।
প্রধান  অতিথি  বক্তব্য  শাহাবুদ্দিন  খান  বলেন, বিএনপির প্রার্থী একজন সন্ত্রাসী,ভূমি দখলকারী ও সন্ত্রাসের গডফাদার যিনি দল সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এমপি হিসেবে নিজস্ব সন্ত্রাস বাহিনী গড়ে তুলে এলাকার মানুষের বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি করে জীবন চলার পথকে থমকে দিয়েছিলেন।
তিনি  আরো ও  বলেন, বিদ্যুৎ,গ্যাসসহ বিভিন্ন সংকটে উক্ত আসনের জনগন বিরক্ত হয়ে তার বিরুদ্ধে প্রতিরোধ করার উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হলে তার সন্ত্রাস বাহিনী এলাকাবাসী ওপরে হামলা করে। এলাকাবাসী সেই থেকে সালাউদ্দিনকে  দৌড়ের ওপরে রাখে। এরপর থেকে সে দৌড় সালাউদ্দিন হিসেবে পরিচিতি লাভ করেন।ঢাকা-০৫ অাসনের মনু ভাইকে কাছ থেকে দেখেছি। তার কোনো ক্ষমতার লোভ নেই।
বিশেষ অতিথির বক্তব্যে জয়নাল আবেদীন সৌরভ বলেন, দৌড়  সালাউদ্দিনের সন্ত্রাসী কর্মকান্ড ও দুর্নীতির বিরুদ্ধে ১৭ তারিখ কড়া জবাব দিবেন। নেতাকর্মীর প্রতি আহবান থাকবে আপনারা আপনাদের পরিবারের সদস্য সহ পরিচিত সকল ভোটারকে নির্বাচনের দিন ভোটকেন্দ্রে নিয়ে যাবেন এবং নৌকায় ভোট দিয়ে বিজয় সুনিশ্চিত করবেন।মনু ভাই একজন ভালো লোক।তাকে বিজয়ী করলে ঢাকা-০৫ আসনের  উন্নয়ন ত্বরিত গতিতে হবে।