দেশজুড়ে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরির্দশক পদ মর্যাদার ছয় পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে

  নিজস্ব প্রতিবেদক ৩১ জুলাই ২০২২ , ৯:৪৯ পিএম প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদকঃ

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদ মর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (৩১ জুলাই) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। মো.ফারুক বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পরিদর্শক পদ মর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সই করা এক আদেশে তাদের বদলি করা হয়। এ বদলির আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও তিনি জানান।