জাতীয়

ঢাকা দক্ষিন যুবলীগের ডেমরায় বৃক্ষরোপণ কর্মসূচি

  নিজস্ব প্রতিবেদক ১৯ জুন ২০২১ , ৫:৪৫ পিএম প্রিন্ট সংস্করণ

সালে আহমেদ,ডেমরাঃ

রাজধানীর ডেমরায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ আয়োজিত দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসুচীতে গাছ লাগান সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

শনিবার (১৯ জুন) সকাল ১০ টায় ডেমরার দারুন নাজাত ফরকানিয়া মাদ্রাসা মাঠে বৃক্ষরোপন করা হয়।

এ সময় যুবলীগ চেয়ারম্যান বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে ডেমরা সহ ঢাকা মহানগর দক্ষিনে প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের অন্তত একটি করে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপনের আহবান জানাই। বৃক্ষ শুধু আমাদের পুষ্টিই প্রদান করবে না, অর্থনৈতিক সমৃদ্ধিও আনয়ন করবে।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মহিউদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রেজাউল করিম প্রমুখ।