নিজস্ব প্রতিবেদকঃ
১৫ মার্চ সোমবার ২০২১ ডেমরা সাবরেজিস্ট্রার অফিসের দলিল লেখক কল্যান সমিতির নবনির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদকের নাম ঘোষনা করা হয়।ডেমরা সাবরেজিস্ট্রার অফিস দলিল লেখক কল্যান সমিতির সভাপতি হিসেবে হাজী সাইফুল ইসলাম লিটন এবং সাধারন সম্পাদক আলহাজ্ব বোরহান উদ্দীন আহমেদ এর নাম ঘোষনা করেন ঢাকা-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী মনিরুল ইসলাম মনু।
নতুন এ কমিটি ২০২১-২৩ সাল পর্যন্ত তাদের কর্মকান্ড পরিচালনা করবেন।সাধারন দলিল লেখকদের সার্বিক কল্যান এবং সেবাগ্রহীতাদের স্বার্থসংরক্ষন করাই তাদের মূল লক্ষ্য।ডেমরা সাবরেজিস্ট্রার অফিস দলিল লেখক কল্যান সমিতির সভাপতি হিসেবে হাজী সাইফুল ইসলাম লিটন এবং সাধারন সম্পাদক আলহাজ্ব বোরহান উদ্দীন আহমেদ নির্বাচিত হওয়ায় বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট নাগরিকদের পক্ষ থেকে তাদের অভিনন্দন জানানো হয়।পুর্বাঞ্চল সাংবাদিক ইউনিটির পক্ষথেকে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পুর্বাঞ্চল সাংবাদিক ইউনিটির সাধারন সম্পাদক সোহরাওয়ার্দীর নেতৃত্বে সহ-সভাপতি এ আর হানিফ,অর্থ সম্পাদক নাজমুল হাসান,যুগ্মসাধারন সম্পাদক আজাদ হোসেন,প্রচার সম্পাদক আলমগীর ভুইয়া সবুজ সহ একটি প্রতিনিধিদল স্বাক্ষাত করে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।