নিজস্ব প্রতিবেদক ৯ অগাস্ট ২০২২ , ৬:৫০ পিএম প্রিন্ট সংস্করণ
নাজমুল হাসান দৈনিক দেশ আমার প্রতিবেদনঃ
রাজধানী ডেমরা মাতুয়াইল,মুসলিমনগর,বাদশামিয়া রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। নির্মিত/নির্মানধীন প্লটে নকশা বহির্ভূত স্থাপনা অপসারণে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।সোমবার ৮আগস্ট রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কর্মকর্তাদের উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পরিচালক জোন-৬) কামরুল ইসলাম ও অথরাইজড অফিসার (অঞ্চল-৬/৩) পলাশ শিকদার। অভিযানে নেতৃত্ব দেন রাজউকের প্রধান ইমারাত পরিদর্শক জয়নাল আবেদীন পিন্টু।এ সময় উপস্থিত ছিলেন ইমারত পরিদর্শক নির্মল মালো,মাসুদ রানা,তারিফুর রহমানসহ রাজউক কর্মকর্তারা।
অভিযানে ১১ টি ভবনে পরিদর্শন করা হয় যার মধ্যে নির্মানধীন ভবন সংখ্যা ০৯,নির্মিত ভবন সংখ্যা ০২ টি।পরিদর্শন ০২ টি ভবনে নকশার ব্যতয় এবং ০৯ টি ভবনে রাজউক অনুমোদিত নকশা পাওয়া যায়নি।
বিভিন্ন ভবনে ব্যয়কৃত অংশ অপসারন করে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় এবং মিটার জব্দ করে ডিপিডিসিকে হস্তান্তর করা হয়।এ সময় একটি ভবনের মালিককে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। ভবনগুলো হলোঃ একতা টাওয়ার
ঠিকানাঃ মাতুয়াইল মুসলিম নগর ও হাজী বাদশা মিয়া রোড, ডেমরা, ঢাকা।
পদ্মা টাওয়ার
ঠিকানাঃ মাতুয়াইল মুসলিম নগর ও হাজী বাদশা মিয়া রোড, ডেমরা, ঢাকা।
হাজী মোঃ খোরশেদ আলম গং
ঠিকানাঃ মাতুয়াইল মুসলিম নগর ও হাজী বাদশা মিয়া রোড, ডেমরা, ঢাকা।
মোসাঃ রুপা আক্তার
ঠিকানাঃ মাতুয়াইল মুসলিম নগর ও হাজী বাদশা মিয়া রোড, ডেমরা, ঢাকা।
মোঃ মাইনুল ভূইয়া গং
ঠিকানাঃ মাতুয়াইল মুসলিম নগর ও হাজী বাদশা মিয়া রোড, ডেমরা, ঢাকা।
মোঃ জাকির হোসেন পক্ষে মোঃ আজাদ মাষ্টার
ঠিকা্নাঃ হলি কেয়ার স্কুল, মাতুয়াইল, পুরাতন ১০ (দশ) তলা বিল্ডিং এর সামনে, যাত্রাবাড়ী, ঢাকা।
মোঃ শামসউদ্দিন গং
ঠিকানাঃ মাতুয়াইল মুসলিম নগর ও হাজী বাদশা মিয়া রোড, ডেমরা, ঢাকা।
আবু ইউসুফ
ঠিকানাঃ মাতুয়াইল মুসলিম নগর ও হাজী বাদশা মিয়া রোড, ডেমরা, ঢাকা।
রুহুল আমিন টাওয়ার
ঠিকানাঃ মাতুয়াইল মুসলিম নগর ও হাজী বাদশা মিয়া রোড, ডেমরা, ঢাকা।
উক্ত উচ্ছেদ অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে নির্মানাধীন ইমারত হতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে ১১ (এগার) টি মিটার জব্দ করে ডেসকোর প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয় এবং সর্ব প্রকার নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়।