জাতীয়

ডেমরা বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন লতিফ ভুঁইয়া বিশ্ববিদ্যালয়ের সভাপতি রাকিব ভুঁইয়া 

  নিজস্ব প্রতিবেদক ১২ মে ২০২১ , ১০:২৮ পিএম প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদকঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশের  মুসলিম উম্মাহ, সুশীল সমাজ  ও দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রবাসী বাঙালিকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন লতিফ ভুঁইয়া বিশ্ববিদ্যালয়ের সভাপতি রাকিব ভুঁইয়া।
 শুভেচ্ছা বার্তায় রাকিব ভুঁইয়া বলেন, বৈশ্বিক মহামারী রূপ নেয়া করোনাভাইরাসের মাঝে আমাদের কাছে এসে উপস্থিত মহা খুশীর দিন।
স্বাস্থ্যবিধি মেনে উদযাপিত হোক এবারের ঈদ। দূরে নয় হৃদয়ে সবই এক আপনজন। এ কথা স্মরণ হোক খুশীর প্রতিটি পলকে।
তিনি  ডেমরা তথা দেশবাসীর সকলের   সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সেই সাথে
 পবিত্র ঈদুল ফিতরের শিক্ষাকে ধারণ করে সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহবান জানান।বিশিষ্ট সমাজসেবক  ও রাজনীতিক ব্যক্তিক্ত রাকিব ভুঁইয়া সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহর রহমত কামনা করেন ।