নিজস্ব প্রতিবেদক ৭ সেপ্টেম্বর ২০২০ , ১:৫৯ পিএম প্রিন্ট সংস্করণ
ডেমরা প্রেস ক্লাবের পক্ষ থেকে ঢাকা-০৫ আসনের আওয়ামী লীগের প্রার্থী কাজী মনুকে অভিনন্দন ও শুভেচ্ছা।ডেমরা প্রেস ক্লাবের পক্ষ থেকে সভাপতি নজরুল ইসলাম চৌধুরী ও সাধারন সম্পাদক নজরুল ইসলাম বাবু এক প্রেস বিবৃত্তির মাধ্যমে কাজী মনিরুল ইসলাম মনুকে ডেমরা প্রেস ক্লাবের পক্ষ থেকে ঢাকা-০৫ আসনের আওয়ামী লীগের প্রার্থী কাজী মনুকে অভিনন্দন ও শুভেচ্ছা জনালেন।
উল্লেখ্য যে, কাজী মনিরুল ইসলাম মনু রাজধানীর যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি। তিনি যাত্রাবাড়ীর ঐতিহ্যবাহী কাজী পরিবারে ১৯৫২ সালে জন্মগ্রহণ করেন।
পারিবারিক ঐতিহ্যের সূত্র ধরেই তার রাজনীতিতে যোগদান। ১৯৬৯ সালে জগন্নাথ কলেজে পড়া অবস্থায় বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে ছাত্রলীগের রাজনীতিতে মনুর হাতেখড়ি। সাংগঠনিক দক্ষতায় কলেজ ছাত্র সংসদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হন।
আগামী ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই দুই আসনে ভোটগ্রহণ হবে।