নিজস্ব প্রতিবেদক ৭ জানুয়ারী ২০২১ , ১০:৩১ পিএম প্রিন্ট সংস্করণ
নাজমুল হাসানঃ
৭ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার রাজধানীর যাত্রাবাড়ি এলাকার মাতুয়াইল কাঠেরপুলে দরিদ্র অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়। ঢাকা মহানগর দক্ষিন স্বেচ্ছাসেবক লীগ ডেমরা থানার যুগ্মআহবায়ক শফিকুল ইসলাম সুমনের ব্যাবস্থাপনায় শীতার্ত মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণের এ কর্মসুচী পালিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক তারিক সাইদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান মোল্রার জ্যেষ্ঠপুত্র ডেমরা থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিন সিটিকর্পোরেশন এর ৬৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মাসুদুর রহমান মোল্লা বাবুল,সাবেক ছাত্রনেতা কৌশিক আহমেদ জসিম,সাবেক ছাত্রনেতা এনামুল ইসলাম এনাম,ডেমরা থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ তসলিম উদ্দিন মাসুম সহ স্থানীয় আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।প্রধান অতিথি তার বক্তৃতায় বিএনপির নেতাদের দেশবিরোধী কর্মকান্ডের সমালোচনা এবং বর্তমান সরকারের ৩ দফায় ক্ষমতাসীনকালে দেশের সামগ্রিক উন্নয়নের বিষয়টি সকলের মাঝে তুলে ধরেন।এ সময় নেতৃবৃন্দ অসহায় দরিদ্র শীতার্ত মানুষদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরন করেন।