রাজনীতি

ডেমরা থানা ছাত্রলীগের উদ্যােগে ইফতার বিতরণ

  নিজস্ব প্রতিবেদক ২৯ এপ্রিল ২০২১ , ১১:৫৮ পিএম প্রিন্ট সংস্করণ

সালে আহমেদ, ডেমরাঃ
রমজানে দিনমজুর, খেটে-খাওয়া ও সাধারণ মানুষের মাঝে ডেমরা থানা ছাত্রলীগের পক্ষ থেকে ইফতার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল)ডেমরা বাজারে অর্ধ শতাধিক গরিব দুঃখীদের মাঝে ইফতার বিতরণ করেন ডেমরা থানা ছাত্রলীগের সহসভাপতি  ছাত্রলীগের সহসভাপতি আজিম পারভেজ হিমেল।
করোনাভাইরাসের প্রভাব পড়েছে গোটা দুনিয়ায়। এর মধ্যেই শুরু হয় পবিত্র রমজান মাস।  এই সময়টাতে বিপাকে পড়েছেন অসহায়, কর্মহীন, রিকশাচালক ও নিম্ন আয়ের মানুষ।  তবে এই সংকটকালীন এসব মানুষের পাশে দাঁড়িয়েছেন ছাত্রলীগ নেতা হিমেল।
ইফতার বিতরণে উপস্থিত ছিলেন, ডেমরা থানার অফিসার ইনচার্জ খন্দকার নাসির উদ্দীন, সাবেক ছাত্রলীগের সভাপতি মোজাম্মেল হক আকাশ।

ইফতার বিতরণ কর্মসূচি প্রসঙ্গে ডেমরা থান ছাত্রলীগের সহসভাপতি হিমেল বলেন, দেশরত্ন শেখ হাসিনার সোনার বাংলায় একজন মানুষও যেন না খেয়ে থাকে সেজন্য আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি।’ইনশাঅাল্লাহ সাধ্যমত সবার পাশে দাড়াতে চেষ্টা চালিয়ে যাবো।