নিজস্ব প্রতিবেদক ১৮ সেপ্টেম্বর ২০২০ , ১২:১৭ পিএম প্রিন্ট সংস্করণ
গ্যাস লিকেজের কাজ ও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
গ্যাস পাইপলাইনের ভিতরে সুয়ারেজ লাইন থাকায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার জন্য ঢাকা মহানগরীর ডেমরার বিভিন্ন এলাকায় শুক্রবার দুপুর ২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার ১৮ সেপ্টেম্বর এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাসের টিকাটলি জোনের ডিজিএম মোঃকাবির মিয়া ও ইন্জিনিয়ার শাখাওয়াত হোসেন।
মুঠোফোনে যোগাযোগ করা হলে টিকাটলি জোনের ডিজিএম কাবির মিয়া বলেন,ডেমরার বামৈল এলাকায় গ্যাস লাইনের উপর সুয়ারেজের সংযোগ থাকায় এবং অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে ডেমরা এলাকার বাসাবাড়ি, শিল্পকারখানা, ক্যাপটিভ পাওয়ার, বাণিজ্যিক এবং সিএনজি স্টেশনগুলোতে গ্যাস পাওয়া যাবে না।
গ্যাস লাইনের কাজ শেষ হলে যথারীতি গ্যাস সরবরাহ সচল হবে হবে জানিয়েছেন কর্তৃপক্ষ। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন ডিজিএম মোঃকাবির মিয়া।