সালে আহমেদ,ডেমরাঃ
রাজধানীর ডেমরার ৬৬ নং ওয়ার্ডে যুবলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।ঢাকা দক্ষিণ সিটির ৬৬ নং ওয়ার্ড যুবলীগকে সুসংগঠিত করতে ৬৬ নং ওয়ার্ড বামৈল ইউনিটের আয়োজনে ১৩ সেপ্টেম্বর (সোমবার)সন্ধায় বামৈল বাজারে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
৬৬ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জনাব মেহেদী হাসানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মাঈনউদ্দিন সোহেল ও সারুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় উক্ত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,৬৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জনাব রাসেল ভুঁইয়া।
কর্মীসভায় উপস্থিত ছিলেন,৬৬ নং ওয়ার্ড যুবলীগের
প্রস্তাবিত যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ মিয়া,সারুলিয়া ইউনিয়ন যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন,যুবলীগ নেতা মোঃরাসেল হোসেন ও যুবলীগ নেতা নূর মোহাম্মদ রনিসহ এলাকার স্থানীয় গন্যমান্য সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্য রাসেল ভুঁইয়া বলেন,যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ও সাধারণ নির্দেশে ৬৬ নং ওয়ার্ড যুবলীগের পুনাঙ্গ কমিটি গঠনের লক্ষ্য এ কর্মীসভা উপস্থিত যুবলীগের প্রতিটি কর্মী দলের কল্যানের জন্য অপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।এসময় তিনি যুবলীগের ত্যাগী কর্মীদের দলে সুযোগ দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
মেহেদী হাসান বলেন,৬৬ নং ওয়ার্ড যুবলীগ কে সু-সংগঠিত করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে আগামীতে সকলকে এক যোগে কাজ করে যেতে হবে।এসময় তিনি বলেন,যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান নিখিল ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাঈনউদ্দিন রানা ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার নির্দেশে বামৈল ইউনিটের এই কর্মীসভায় সকলকে একযোগে কাজ করার অনুরোধ করেন।