জাতীয়

ডেমরায় সুবিধাবঞ্চিতদের মাঝে খাবার বিতরণ

  নিজস্ব প্রতিবেদক ১৩ মে ২০২১ , ৩:২২ পিএম প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদকঃ

ডেমরায় পথচারীদের মাঝে খাবার বিতরণ করেছে ডেমরা থানা আওয়ামীলীগ। ডেমরা থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ৬৮নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা তরিকুল ইসলাম খাঁন শাহীনের আয়োজনে মঙ্গলবার (১১ মে) সন্ধ্যায় ডেমরার সারুলিয়ার বড়ভাঙ্গা এলাকায় তিন শতাধিক পথচারীর মাঝে এ খাবার বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম খাঁন মাসুদ। এসময় আরও উপস্থিত ছিলেন ডেমরা থানা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ওমর ফারুক, শেখ রাসেল পরিষদ ডেমরা থানা কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম, এসকে চাইল্ড কেয়ার ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ শেখ শারমীন সাথী এবং রকিবুল ইসলাম প্রমুখ। এ্যাড. রফিকুল ইসলাম খাঁন মাসুদ বলেন, মাহে রমজানের শুরু থেকে তরিকুল ইসলাম খাঁন শাহীনের অর্থায়নে এ পর্যন্ত প্রায় চার হাজার পথচারী ও এলাকার অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার এবং ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া আওয়ামীলীগের উদ্যোগেও প্রতিটি ওয়ার্ডে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা আওয়ামী লীগের নেতাকর্মীরা অসহায় মানুষের মুখে আহার তুলে দেয়ার চেষ্টা অব্যাহত রেখেছি যা ঈদ পরবর্তী সময়েও চলমান থাকবে।