জাতীয়

ডেমরায় সাড়ম্বরভাবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

  নিজস্ব প্রতিবেদক ১৭ মার্চ ২০২১ , ১০:৩৪ পিএম প্রিন্ট সংস্করণ

সালে আহমেদ, ডেমরাঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ডেমরায় অানন্দ শোভাযাত্রা ও  র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ মার্চ) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৬৬ নং ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয়  সামনে থেকে এই র‍্যালি বের হয়। র‍্যালিটি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে ডগাইর ফার্নিচার মোড় এসে শেষ হয়।
ঢাকা দক্ষিণ  সিটি করপোরেশনের আয়োজনে বিশাল এই শোভাযাত্রার নেতৃত্ব দেন ৬৬ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মতিন সাউদ।
এতে আওয়ামী লীগ, যুবলীগ, মহিলালীগ,শ্রমিকলীগ,
ছাত্রলীগের নেতাকর্মীরা ছাড়াও  বিভিন্ন স্কুলের সহস্রাধিক শিশু, কিশোর-তরুণসহ নানা বয়সী মানুষ অংশ নেয়।অানন্দ শোভাযাত্রা দেখতে ৬৬ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় রাস্তার দুই পাশে বিপুলসংখ্যক মানুষ ভিড় করেন।
কাউন্সিলর মতিন সাউদ বলেন,বঙ্গবন্ধুর হাত ধরেই বাঙালি পেয়েছিল স্বাধীনতার দিশা; অর্ধ শতকের পথচলায় অর্থনৈতিক মুক্তির যে সোনালি দিগন্তের সামনে আজ বাঙালি দাঁড়িয়ে, তারও অনুপ্রেরণা তিনি।তার জন্য বাংলাদেশ ধন্য।
উল্লেখ্য যে, দিবসটি উপলক্ষে  বুধবার সকালে ধানমণ্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নেওয়া হয়েছে ১০ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন।