সালে আহমেদ,ডেমরা:
“নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি সবাই মিলে সুস্থ থাকি “এই স্লোগানকে সামনে রেখে রাজধানীর ডেমরায় সামাজিক সংগঠন সূর্যোদয় ফাউন্ডেশনের
২৬ সেপ্টেম্বর(শুক্রবার) বাদ এশা রাজধানীর ডেমরার বামৈল বাজারে সামাজিক সংগঠন সূর্যোদয় ফাউন্ডেশনের পরিচিতি সভা ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৬ নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী ইঞ্জিনিয়ার ওয়াদুদ মিয়া।
সংগঠনের সভাপতি মোঃ নাজমুল হাসান শাওনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন সারুলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক সদস্য জনাব নাসির উদ্দীন।
এসময় অারো ও উপস্থিত ছিলেন মোঃ ওহিদুল মাতবর, মোঃ আবু তালেব মিয়া, মোঃ বাবুল মিয়া, মোঃ রমজান মিয়া ও মোঃ ইসহাক মিয়া প্রমুখ।
উপদেষ্টা মন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন মোঃ তানভীর আহমেদ, মোঃ লিটন মিয়া, মোঃ ইশতিয়াক তন্ময়(তুষার) সূর্যদয়ের সাধারণ সম্পাদকঃ মোঃ ইমরান সরকার ও সাংগঠনিক সম্পাদকঃ মোঃ হোসেন প্রমুখ ।
সংগঠন পরিচালনা কমিটির উদ্দেশ্যে জনাব নাসির উদ্দীন বলেন,সমাজ থেকে মাদক,জুয়া ,নারীদের ইভটিজিং বিষয়ে জনসচেতনা মূলক প্রতিরোধ গড়ে তোলা,এবং গরীব অসহায় মেধাবী ছাত্র ছাত্রীদের লেখাপড়া করাসহ অন্ধ অনাথ,অসুস্থ্যদের চিকিৎসার জন্য জনমত গঠন করে আর্থিক মানবতায় এগিয়ে আসার আহবান জানান তিনি।
পরিচিতি পর্বের পর সংক্ষিপ্ত আলোচনা বক্তারা বলেন মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে “সূর্যোদয় ফাউন্ডেশনের” কাজ করে যাবে বলে আশাবাদ প্রকাশ করেন।
সংগঠণে সাফল্যতা কামনা করে মিলাদ ও দোয়া শেষে তোবারক বিতরণ করা হয়।