জাতীয়

ডেমরায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে যুবকের মৃত্যু

  নিজস্ব প্রতিবেদক ২৩ সেপ্টেম্বর ২০২০ , ২:৪৪ পিএম প্রিন্ট সংস্করণ

সালে আহমেদ, ডেমরাঃ

রাজধানীর ডেমরায় গোসল করতে গিয়ে শীতলক্ষ্যা নদীতে ডুবে সোহেল (৩২) নামে এক দিনমজুর যুবকের মৃত্যু হয়েছে।

২৩ সেপ্টেম্বর(বুধবার) বেলা ১০ টার দিকে সারুলিয়া ওয়াসা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম শুরু করে দেড় ঘন্টা চেষ্টার পর সোহেলের মরদেহ উদ্ধার করে।

সোহেল নেত্রকোনার কেন্দুয়া উপজেলার জালালপুর গ্রামের মৃত দুলু মিয়ার ছেলে । তিনি স্বপরিবারে সারুলিয়া বাজার এলাকায় মোহাম্মদ আলীর বাড়িতে ভাড়া থাকতেন।

প্রত্যক্ষদশীদের মধ্যে সারুলিয়ার বাসিন্দা উদয় নামে এক যুবক বলেন, আমরা ঘাটের পাশে গোসল করছিলাম। সোহেল নামের লোকটা কাপড় কাচাঁ শেষে নদীতে ডুব দিয়ে গোসল করার এক পযার্য়ে তাকে আমরা না দেখে স্থানীয়দের মাধ্যমে সাতাঁর কেটে তাকে উদ্ধারের চেষ্টা করি পরবর্তীতে না পেয়ে জরুরী সেবায় কল করলে ফায়ার সার্ভিসের একটি দল বেলা ১১ টার দিকে ঘটনাস্থলে এসে খোঁজাখুজির পর উদ্ধার করে।

ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃজাকারিয়া বলেন, বুধবার বেলা ১০ টার দিকে সোহেল নামের ওই যুবক শীতলক্ষ্যা নদীর সারুলিয়া ওয়াসা ঘাটে কাপড় কাছঁতে যাওয়ার পর গোসল করতে নামে। এ সময় সাঁতার কাটা অবস্থায় সোহেল পানিতে ডুব দিলে স্রোতের টানে হারিয়ে যায়।পরে ডুবুরি দল দেড় ঘন্টা চেষ্টার পর সোহেলের মরদেহ উদ্ধার করে। লাশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ডেমরা থানার ওসি মোঃ সিদ্দিকুর রহমান বলেন,ঘটনাটি শুনেছি।ঘটনাস্থলে থানা টিম গিয়ে লাশ সনাক্ত করেছে।আর মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।