জাতীয়

ডেমরায় শাহরিয়ার স্টিল মিলের ৫ শ্রমিক দগ্ধ

  নিজস্ব প্রতিবেদক ২০ সেপ্টেম্বর ২০২০ , ২:৫৩ পিএম প্রিন্ট সংস্করণ

সালে আহমেদ,ডেমরাঃ

রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় একটি স্টিল মিলে বিস্ফোরণে ৫ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।
গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর)  দিনগত রাত ৯ টার দিকে কোনাপাড়া শাহরিয়ার স্টিল মিলের লোহা গলানোর চুল্লিতে এই ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে আল আমিন (১৮), জসিম উদ্দিন (৪৫) ও ইমরান হোসেন শান্ত (২৩) নামের ৩ শ্রমিক হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রাথমিক চিকিৎসা সেবা নিয়ে বাসায় ফিরেছেন জনু ব্যাপারী (৪০) ও দিদার হোসেন (২৭) নামের দুই শ্রমিক।
এ ব্যাপারে শাহরিয়ার  স্টিল মিলের ম্যানোজিং ডাইরেক্টর মাসুদুল অালম মাসুূদের  সঙ্গে যোগাযোগের করলে তিনি বলেন,অসাবধানতা বশত শ্রমিক দগ্ধ হয়।কোম্পানির পক্ষ থেকে তাদের খোঁজ খবর নেয়া হচ্ছে ।এ বিষয়ে তিনি সংবাদ প্রকাশ না করার অনুরোধ করেন।
এ বিষয়ে জানতে চাইলে ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ জাকারিয়া জানান, ডেমরায় স্টিল মিলে আগুনে দগ্ধ ৩ জন হাসপাতালে ভর্তি আছেন। দুজন চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন।
ওই স্টিল মিলের শ্রমিকরা জানান, রাতে তারা ৯ জন কাজ করছিলেন। হঠাৎ গলিত লোহা চুল্লির ভেতর থেকে বিস্ফোরিত হয়ে চারদিকে ছিটকে পড়তে শুরু করে। এ সময় দৌড়ে সরে যাওয়ার সময় গলিত লোহা ৫ জন শ্রমিকের ওপর পড়ে দগ্ধ হয়।প্রত্যেকের শরীর ৪০ থেকে ৫০ ভাগ পুড়ে গেছে।