ডেমরায় মাদক ব্যবসায়ীদের হামলায় আহত ২
নিজস্ব প্রতিবেদক
১২ জুলাই ২০২২ , ৭:৫২ পিএম
প্রিন্ট সংস্করণ
ডেমরায় মাদক ব্যবসায়ীদের হামলায় আহত ২
৭ আসামীর বিরুদ্ধে মামলা
বিশেষ প্রতিনিধি
রাজধানী ডেমরার আতিক মার্কেটের সামনে চায়ের দোকানে শনিবার (৯ জুলাই ২০২২ইং) রাতে মাদক ব্যবসায়ীদের বাধা দেয়াকে কেন্দ্র করে আসামী হাবিবুর রহমান হাবু, সজিব, পারভেজ, সোহান, সাইফুল, জামান ও সোহান বেআইনী জনতাবদ্ধ হয়ে স্টিলের চাপাতি, লোহার রড, কাঠের লাঠি সোটা দিয়ে পিটিয়ে ও কুপিয়ে একতা এন্টারপ্রাইজের মালিক মাতব্বর এমদাদ বেপারী ও তার ভাতিজা সুরুজ্জামান বাবুকে রক্তাক্ত গুরুতর আহত করে। এ সময় তার পকেটে থাকা ৬৫ হাজার টাকা আসামীগন ছিনিয়ে নেয়। এলাকাবাসী একত্রিত হলে আসামীরা আহতদের হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। এলাকাবাসীর সহযোগীতায় এমদাদ ও বাবুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। গত সোমবার (১১ জুলাই২০২২ইং) এমদাদ বাদী হয়ে ডেমরা থানায় অভিযোগ দায়ের করে। বিষয়টি আমলে নিয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুর রহমান মঙ্গলবার (১২ জুলাই ২০২২ইং) মামলা গ্রহন করেন। মামলাটি ১৪৩/৩২৩/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ ধারার অপরাধ। এছাড়াও বিষয়টি বে আইনী জনতাবদ্ধে মারধর করে খুনের উদ্দেশ্যে সাধারন ও গুরুতর জখম করে চুরি ও ভয়ভীতি প্রদর্শনের অপরাধ। এখনও পর্যন্ত কোন আসামী বা টাকা উদ্ধার হয় নি।
জানতে চাইলে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুর রহমান বলেন, আসামী গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।