জাতীয়

ডেমরায় মাইক্রোবাসের ধাক্কায় অজ্ঞাতনামা অটোরিকশা চালক নিহত

  নিজস্ব প্রতিবেদক ১২ ফেব্রুয়ারী ২০২১ , ৬:১০ পিএম প্রিন্ট সংস্করণ

সালে আহমেদ,ডেমরাঃ

রাজধানীর ডেমরার রানীমহল এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় অজ্ঞাতনামা এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

গতকাল বেলা সাড়ে ১২ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সোয়া একটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ডেমরার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ওসমান গনি জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে দেখতে পাই। পরে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ডেমরা পুলিশ ফাঁড়ির এস আই মানিক জানান, ওই ঘটনায় মাইক্রোবাসটি জব্দ করা।