জাতীয়

ডেমরায় বাংলাদেশ কৃষক লীগ কর্তৃক আয়োজিত ‘বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান পালিত

  নিজস্ব প্রতিবেদক ১৬ সেপ্টেম্বর ২০২০ , ৯:৫৬ এএম প্রিন্ট সংস্করণ

সালে অাহমেদ, ডেমরাঃ

রাজধানীর ডেমরায় বাংলাদেশ কৃষক লীগ র্কতৃক আয়োজিত ‘বৃক্ষরোপণ কর্মসূচি পালিত।

১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) ডেমরার ৭০ নং ওয়ার্ড অন্তর্গত আমুলিয়া ব্রিটিশ স্কুল অডিটরিয়ামে এ বৃক্ষরোপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র,বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক এড: উম্মে কুলসুম স্ম‌তি।

এসময় অারো ও উপস্থিত ছিলেন,অাসন্ন ঢাকা – ০৫ আসন উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি কাজী মনিরুল ইসলাম মনু ও সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না,ডেমরা থানা অাওয়ামী লীগের সভাপতি এ্যাড রফিকুল ইসলাম খান মাসুদ, ৬৯ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী সালাহউদ্দিন আহমেদ, ডেমরা থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ৭০ নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী মোহাম্মদ আতিকুর রহমান আতিক,ঢাকা মহানগর দক্ষিণ যুব মহিলীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রোকসানা অাক্তারসহ উপস্হিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগ ,স্হানীয় আওয়ামী লীগ , যুবলীগ, ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।