নিজস্ব প্রতিবেদক ২৮ অক্টোবর ২০২১ , ৪:৫০ পিএম প্রিন্ট সংস্করণ
সালে আহমেদ,ডেমরাঃ
ডেমরায় ডিএসসিসির ৭০ নং ওয়ার্ডের প্রাথমিক বর্জ্য অপসারণ কার্যক্রমের অনুষ্ঠানিক উদ্বোধন।বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে হাজী অাতিক মার্কেটে ঢাকা দক্ষিণ সিটির ৭০ নং ওয়ার্ডের বর্জ্য অপসারণ উদ্বোধন করেন আমুলিয়া মডেল টাউনের চেয়ারম্যান ও ৭০ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আতিকুর রহমান আতিক।
এসময় হাজী আতিকুর রহমান বলেন, ঢাকা শহরের যেখানে-সেখানে, রাস্তার উপরে, নর্দমার ভেতরে-বাইরে, খালে-বিলে সব জায়গায় বর্জ্য উপচে পড়ছে। যত্রতত্র উন্মুক্ত স্থানে বর্জ্য পড়ে থাকে। সে জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আমরা ৭০ নং ওয়ার্ডের বর্জ্য অপসারণ কার্যক্রম হাতে নিয়েছি।
তিনি আরো ও বলেন,পরিচ্ছন্ন নগরী গড়তে অামাদের সকলের এক যোগে কাজ করতে হবে।অামরা সবাই সচেতন হলে দেশ সুন্দর হবে ও শান্তিতে বসবাস করতে পারবো।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সাবেক ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু,৭০ নং ওয়ার্ড অা,লীগ নেতা রিয়াদ অাল ফয়সাল বাপ্পি,বর্জ্য অপসারণ পরিচালক সোহাইব,মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি সারোয়ার হোসেন নবীন,ডেমরা থানা ছাত্রলীগের সহ-সভাপতি তাসিব বিন হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।