রাজনীতি

ডেমরায় প্রধানমন্ত্রীর ৭৪ তম জন্মদিন পালন

  নিজস্ব প্রতিবেদক ২৯ সেপ্টেম্বর ২০২০ , ১১:০১ এএম প্রিন্ট সংস্করণ

সালে আহমেদ,ডেমরাঃ

ডেমরায় নানা কর্মসূচীর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালন করা হয়েছে।

জন্মদিন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর (সোমবার)সন্ধ্যায় ৬৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে দোয়া মাহফিলে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

পরে আলোচনা সভায় শেখ হাসিনার কর্মময় জীবনী তুলে ধরেন বক্তারা।অাওয়ামী ওলামা লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেমরা থানা অাওয়ামী লীগের সভাপতি এ্যাড রফিকুল ইসলাম খান মাসুদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডেমরা থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম খান শাহীন, অাওয়ামী লীগ নেতা মোঃ জাবেদ, শেখ রাসেল পরিষদের সভাপতি রফিকুল ইসলাম, ৬৮ নং ওয়ার্ড অাওয়ামী লীগ নেতা তৌহিদ হাসান সজিব ও সুমন, ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অাজিজুর রহমান,সাবেক প্রচার সম্পাদক মোঃফারুক, ৬৮ নং ওয়ার্ডের অাওয়ামী লীগের নেতা ইউসুফ বেপারী প্রমূখ বক্তব্য রাখেন।

আলোচনা সভায় রফিকুল ইসলাম বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন ও বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার হাত ধরেই বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নে রোল মডেল। এ সফলতা এমনিতে আসেনি। নানা প্রতিকূলতাকে পেছনে ফেলে দেশ ও জাতির উন্নয়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

তারিকুল ইসলাম খান শাহীন বলেন,১৯৭১ সালে আ.লীগের নেতৃত্ব গ্রহণের পর থেকে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দলকে সুসংগঠিত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ১৯৯৬ সালে প্রথম ও ২০০৮ সাল থেকে টানা তিন মেয়াদে দলকে দেশের নেতৃত্বের আসনে বসাতে সক্ষম হন।

আলোচনা সভা শেষে নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের কেক কাটেন। এসময় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে ডেমরা থানা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।