নিজস্ব প্রতিবেদক ২৯ সেপ্টেম্বর ২০২০ , ১১:০১ এএম প্রিন্ট সংস্করণ
ডেমরায় নানা কর্মসূচীর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালন করা হয়েছে।
জন্মদিন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর (সোমবার)সন্ধ্যায় ৬৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে দোয়া মাহফিলে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
আলোচনা সভায় রফিকুল ইসলাম বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন ও বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার হাত ধরেই বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নে রোল মডেল। এ সফলতা এমনিতে আসেনি। নানা প্রতিকূলতাকে পেছনে ফেলে দেশ ও জাতির উন্নয়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আলোচনা সভা শেষে নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের কেক কাটেন। এসময় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে ডেমরা থানা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।