জাতীয়

ডেমরায় পানিতে ডুবে কিশোরের মৃত্যু

  নিজস্ব প্রতিবেদক ২৮ এপ্রিল ২০২১ , ১:৫৬ পিএম প্রিন্ট সংস্করণ

সালে আহমেদ, ডেমরাঃ
রাজধানীর ডেমরায় পুকুরের পানিতে ডুবে এক  কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ এপ্রিল )সকালে ডেমরার ডগাইর কবরস্থান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হিসাম অাল কাউছার (১৩) চাঁদপুরের মতলবের কাউছার সিদ্দিকীর ছেলে।সে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে গেলে এ ঘটনা ঘটে।
এলাকা সূত্রে জানা গেছে, কাউছার স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। বুধবার সকাল ১০ দিকে বন্ধুদের সঙ্গে ডগাইর নিকটবর্তী কবরস্থান পুকুরে গোসল করতে নামে।
এক পর্যায়ে কাউছার পানিতে তলিয়ে যায়। প্রায় আধাঘণ্টা পর আশেপাশের লোকজন তার লাশ উদ্ধার করে।লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে স্থানীয় ৬৬ নং ওয়ার্ড কাউন্সিলর মতিন সাউদ বলেন, পুকুরটি উন্মুক্ত তাই এখানে সবাই গোসল করতে অাসে। সকালে ছেলেটি পানিতে ডুবে যাওয়ার খবর শুনে ঘটনাস্থলে এসে মৃতের পরিবারের সাথে কথা হয়েছে।এসময় তিনি জানায় ছেলেটির বাবা-মায়ের সম্পর্কের টানাপোড়েন রয়েছে তাই লাশটি সুরতহাল ছাড়া এখন কিছু বলা যাবে না।
ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাকারিয়া খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান সকালে খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী টিম নিয়ে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করতে সক্ষম হই।