নিজস্ব প্রতিবেদক ১ মে ২০২১ , ৭:০১ পিএম প্রিন্ট সংস্করণ
সালে আহমেদ,ডেমরাঃ
বাংলাদেশ আওয়ামী লীগের আর্ন্তজাতিক বিষয়ক উপকমিটির সদস্য নেহরীন মোস্তফা দিশির নির্দেশনায় ও দবীর উদ্দিন আহমেদ মৃধা ফাউন্ডেশনের উদ্যােগে ডেমরায় ইফতার ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
পহেলা মে (শনিবার)বিকেলে ডেমরার ৬৬নং ওয়ার্ডের বামৈলে স্টান্ডে ওই ইফতারের খাবার বিতরণ করা হয়।
সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ কার্যকরী সদস্য মোঃসিরাজুল আলমের সার্বিক সহযোগিতায় ও সাবেক ছাত্রলীগের নেতা আশরাফুল আলম রিদয়ের তত্বাবধানে উক্ত কর্মসূচির আওতায় এসব ইফতার ও রান্না করা খাবার বিতরণ করা হয়।
জানা যায়, ইফতার বিতরণ কর্মসূচির আওতায় এদিন প্রায় শতাধিক রোজাদারের মধ্যে ইফতার ও রান্না করা খাবার বিতরণ করা হয়।
সিরাজুল আলম বলেন, করোনাভাইরাসের কারণে বর্তমানে একটি সংকটকাল আমরা পার করছি। বর্তমান সংকটে সবচেয়ে বিপদে পড়েছেন শহরের অসহায়, দরিদ্র মানুষ।নেহরীন মোস্তফা দিশির পক্ষ থেকে আমাদের মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দেয়া হয়েছে। সেই আহ্বানে সাড়া দিয়ে এই উদ্যোগ নিয়েছি।