নিজস্ব প্রতিবেদক ৫ এপ্রিল ২০২১ , ৭:০১ পিএম প্রিন্ট সংস্করণ
সালে আহমেদ, ডেমরাঃ
রাজধানীর ডেমরায় একটি ঔষধের দোকানের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এসময় প্রায় ১০ লাখ টাকার মালামাল ও নগদ ২১ হাজার টাকা চুরি হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।
সোমবার (৫ এপ্রিল )ভোরে ডেমরার পূর্ব হাজীনগরের জনতা ফার্মেসীতে এ চুরির ঘটনা ঘটে।
দোকান মালিক সাজ্জাদুজ্জামান রবি জানান,রবিবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করেন।
সকালে দোকানে এসে দেখতে পান সাটারের তালা ভাঙা। এ সময় ভেতরে গিয়ে দেখেন ঔষধের দোকানের মূল্যবান ঔষধপত্র চুরি হয়ে গেছে।
এ ঘটনায় নগদ অর্থসহ আনুমানিক প্রায় ১০ লাখ টাকার মালামাল চুরি হয়েছে দাবি করে তিনি জানান,এ বিষয়ে ডেমরা থানায় অভিযোগ করা হয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান,ইদানীং আশঙ্কাজনক হারে দোকানে চুরির ঘটনা ঘটছে। পুলিশ প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে নৈশ প্রহরীর টহল বাড়ানোর দাবি জানান।
ডেমরা থানার (ওসি-তদন্ত)ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, চুরি হয়ে যাওয়া মালামাল উদ্ধার ও চোরদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।