জাতীয়

ডেমরায় ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

  নিজস্ব প্রতিবেদক ২৪ মে ২০২১ , ৩:১৬ পিএম প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর ডেমরার শাহজালাল রোডস্থ দাওয়াতুল কোরআন মাদ্রাসায় নাজেরা বিভাগে অধ্যয়নরত মাহবুবুল আলম রাফি (১১) নামে এক শিশু ছাত্র একাধিকবার বলাৎকারের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা শনিবার দিনগত রাত দেড়টার দিকে অভিযুক্ত বলাৎকারী ওই মাদ্রাসার সাধারণ শিক্ষক মো. কাউছারের (২৫) বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেন। পরে ওই রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে রোববার বেলা ১১ টায় তাকে আদালতে পাঠায়।
গত ২মে সকাল থেকে ৫ মে রাত ১১ টা পর্যন্ত  র্পযায়ক্রমে ৪ বার ওই শিশু বলাৎকারে শিকার হয়েছে বলে জানা গেছে। গ্রেফতার কাউছার চাঁদপুরের সদর থানার বাখেরপুর গ্রামের আব্দুর রবের ছেলে। এদিকে ভুক্তভোগী ওই ছাত্রকে রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, লম্পট ওই শিক্ষক মাদ্রাসার ৫ তলায় তার শয়ন কক্ষে ছেলেটিকে ডেকে নিয়ে নানা ভয়ভীতি দেখিয়ে দেখিয়ে ৪ বার বলাৎকার করে যার স্বীকারোক্তি তিনি দিয়েছেন। পরর্বর্তীতে বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে শনিবার রাতে এ বিষয়ে মামলা করেন।