জাতীয়

ডেমরায় চাঞ্চল্যকর লুট হওয়া মালামাল উদ্ধার করে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করলেন কোনাপাড়া ফাঁড়ির ইনচার্জ এনামুল

  নিজস্ব প্রতিবেদক ৩ অগাস্ট ২০২১ , ১:৫৯ পিএম প্রিন্ট সংস্করণ

 

নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর ডেমরা থানা এলাকার বাদশা মিয়া রোডের পাটোয়ারী মার্কেট এর ২য় তলা থেকে গত ২৩ জুলাই বাড়ি দখলের নামে একটি পরিবারের ফ্ল্যাট থেকে সংসারের যাবতীয় মালামাল লুটপাট করে নিয়ে যায় স্থানীয় সন্ত্রাসীরা।এ বিষয়ে ডেমরা থানায় ঐ ভুক্তভোগী পরিবারটি ২৪ জুলাই মনিরুন নাহার বাদী হয়ে একটি মামলা দায়ের করে।ডেমরা থানায় দায়েরকৃত মামলা নং-৩৪ ধারা ১৪৩/৪৪৮/৩২৩/৪৫২/৩৮০/৪২৭/৫০৬/৩৪ পেনালকোড।লুন্ঠিত মালামাল উদ্ধার করতে পরিবারটির পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের আইজিপির কাছেও সাহায্য চাওয়া হয়।পুলিশের উর্ধতন কর্মকর্তারা এ ঘটনায় জড়িত আসামী গ্রেফতার এবং লুট হওয়া মালামাল উদ্ধার করতে ওয়ারী বিভাগের সুযোগ্য ডিসি জনাব শাহ-ইফতেখার আহমেদ কে কঠোর নির্দেশ প্রদান করে।ডিএমপির ওয়ারী ডিসি শাহ-ইফতেখার আহমেদ তার অধীনস্থ পুলিশ অফিসারদের এ ঘটনাটি সুষ্ঠ তদন্ত দোষীদের গ্রেফতার ও লুট হওয়া মালামাল উদ্ধার করতে কঠোরভাবে কাজ করতে নির্দেশ প্রদান করেন।দীর্ঘ নয়দিন ডেমরা থানার মাতুয়াইল ও আশেপাশের থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত ২ আগষ্ট রাতে যাত্রাবাড়ি থানা এলাকার রহমতপুর এলাকা থেকে লুট হওয়া মালামাল উদ্ধার করতে সক্ষম হয় ডেমরা কোনাপাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসএম এনামুল হক।ডিএমপি ওয়ারী বিভাগের ডেমরা কোনাপাড়া ফাঁড়ি ইনচার্জ এনামুল হক একজন চৌকষ পুলিশ অফিসার হিসেবে ইতপুর্বেও বারবার ডিএমপির সেরা অফিসার নির্বাচিত হয়েছেন।তার উপড় পুলিশের উর্ধতন মহল আস্থা রেখেছিল এবং এ ক্লুলেস এ ঘটনা তার হাত ধরেই রহস্য উম্মোচিত হয়েছে।যার ফলশ্রুতিতে গত সোমবার রাতে লুন্ঠিত ভুক্তভোগী পরিবারের মালমালগুলো উদ্ধার করতে সক্ষম হয়।