জাতীয়

ডেমরায় গ্যাস দুর্ঘটনা রোধে প্রশংসনীয় ভূমিকায় ডেমরা জোনের ট্রাফিক পুলিশ

  নিজস্ব প্রতিবেদক ৭ অক্টোবর ২০২১ , ৮:২২ পিএম প্রিন্ট সংস্করণ

নাজমুল হাসানঃ

যত্রতত্র খোড়াখুড়ির কারনে ডেমরায় গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাসের সরবরাহ লাইনের পাইপ লিকেজ হয়ে এলাকাজুড়ে বের হচ্ছে গ্যাস। এতে আগুন লেগে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কিত ছিল এলাকাবাসি। নিরাপত্তাহীনতার মধ্যেযানবাহন এবং মানুষ চলাচল করলেও খোদ তিতাসের কর্মীদের এ নিয়ে কোন মাথাব্যাথা নেই।ডেমরা চারলেন মহাসড়ক উন্নয়ন প্রকল্পে খোড়াখুড়ির কারনে এ সমস্যা সৃস্টি হয়েছে।ডেমরা ফোরলেন মহাসড়কের স্টাফ কোয়াটার চৌরাস্তার পাশে গ্যাস বের হওয়ার এমন ঘটনা ঘটেছে।

(বৃহস্পতিবার) ৭ অক্টোবর ঘটনাস্থল ঘুরে দেখা গেছে, মহাসড়কের মাটি ভেদ করে পাইপ দিয়ে বুদবুদ করে গ্যাস বের হচ্ছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কোন কর্মতৎপরতা না থাকলেও প্রশংসনীয় ভূমিকায় ট্রাফিক পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা লিকেজ বন্ধ করে ক্ষয়ক্ষতির হাত থেকে এলাকাবাসীকে আতঙ্কমুক্ত করেন।তবে এ ধরনের কাজে তিতাসের উদাসীনতা মোটেও কাম্য নয় বলে জানিয়েছেন নাগরিক সমাজ।