জাতীয়

ডেমরায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

  নিজস্ব প্রতিবেদক ৮ মার্চ ২০২১ , ১:৩৯ পিএম প্রিন্ট সংস্করণ

 সালে আহমেদ, ডেমরাঃ
রাজধানীর ডেমরায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা। গতকাল ৭ মার্চ (রবিবার) ৭ টার দিকে সুমাইয়া আক্তার (১৯)পারিবারিক কলহের জের ধরে ওড়না দিয়ে ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস নেয়।
সুমাইয়া মুন্সিগঞ্জের সদরথানার চম্পাথলী ও বর্তমানে পূর্ব বক্সনগর, দারুন্নাজাত মহিলা মাদ্রাসার পশ্চিম পাশে মফিজুল ইসলামের মেয়ে।
প্রত্যক্ষদশীদের বরাত দিয়ে জানা যায়, স্থানীয় সূত্রে জানা যায় প্রায় ছয় মাস আগে ফেসবুকে সম্পর্কের মাধ্যমে তাদের বিয়ে হয়।স্থানীয় লোকজন টের পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ডেমরা থানার ওসি নাসির উদ্দীন বলেন, প্রায় চার মাস আগে তাদের বিয়ে হয়।একান্নবর্তী পরিবারে সবাই বসবাস করতেন।সুরতহালের জন্য লাশ ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।