নিজস্ব প্রতিবেদক ১৭ জুলাই ২০২০ , ৯:০১ পিএম প্রিন্ট সংস্করণ
উপ-নির্বাচন উপলক্ষে ডেমরায় হারুনর রশীদ মুন্নার পক্ষে আলোচনা সভা
ডেমরায় উপ-নির্বাচন উপলক্ষে হারুনর রশীদ মুন্নার পক্ষে আলোচনা সভা
সালে আহেমদ,ঢাকাঃ
ঢাকা-০৫ আসনের উপ-নির্বাচন উপলক্ষে ডেমরায় ৬৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে ঢাকা-৫ এর ১৪দলের সমন্বয়ক,বৃহওর ডেমরা থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হারুনর রশীদ মুন্না’কে আগামী উপনির্বাচনে নৌকার প্রার্থী করার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ জুলাই (শুক্রবার) বিকেলে রাজধানীর ডেমরার বাশেরপুলে ৬৬ নং ওয়ার্ড আ,লীগ নেতা রসুল ইসলাম রসুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাএাবাড়ি থানা আওয়ামীলীগের মূখপাএ ৪৮নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আবুল কালাম অনু।বিশেষ অতিথি হিসেবে ছিলেন,ডেমরা থানা আওয়ামীলীগ নেতা আলমগীর ভূঁইয়া,সফিউদ্দিন খান সফি,হাজী মাহবুব আলম ফয়সাল,আলী হোসেন আলী,সাবেক মেম্বার আবু হানিফ ,মিজান সরকার,দাউদ হোসেন ওহাব,নজরুল ইসলাম,মোঃটুকু,হেদায়েত উল্লা বাবু,জজ মিয়া,হিরা,জনি,রনজু,কালাম,মহিলা নেত্রী নুরুন নাহার।যাএাবাড়ি থানা আওয়ামীলীগের হাজী জাহাঙ্গীর আলম,সাহেব আলী,জাহিদ হোসাইন জুয়েল,বোরহান বেপারি, বাবু বক্স,জয়দল হোসেন ও আঃ আজিজ।
এ সময় নেতা কর্মীরা উপস্থিত সকলের উদ্দেশে বলেন,সরকারের ধারাবাহিক উন্নয়ন বজায় রাখতে হলে আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে।হাবিবুর রহমান মোল্লার পর নৌকার একমাত্র দাবিদার হিসেবে হারুনর রশিদ মুন্নাকে ঢাকা-০৫ আসনে নৌকার একমাত্র প্রার্থী করার দাবি জানান।