জাতীয়

রাজধানীর ডেমরায় আন নাফি ফাউন্ডেশনের উদ্যোগে ভিন্নধর্মী কার্যক্রম

  নিজস্ব প্রতিবেদক ১৩ জুলাই ২০২০ , ১১:১৫ পিএম প্রিন্ট সংস্করণ

সালে অাহমেদ, ডেমরাঃ
রাজধানীর ডেমরার বামৈলের আন নাফি ফাউন্ডেশনের উদ্যোগে ব্যাংক কলোনির গলি, রিয়াজুল জান্নাহ জামে মসজিদ,হাজী ইউসুফ আলী হাফেজিয়া মাদ্রাসার গেটে আল্লাহ তায়ালার জিকিরের বোর্ড লাগানো হয়।
১৩ই জুলাই (সোমবার) ফাউন্ডেশনের সদস্যরা এই ব্যতিক্রমী মহৎ উদ্যােগের সামাজিক কাজটি করেন।
ফাউন্ডেশনের সামাজিক কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে রিপন বলেন, সামাজিক কাজ, দ্বীনি কাজ করতে হলে ত্যাগী,উদ্যমী পরিশ্রমী হওয়া প্রয়োজন কোনো কাজের ক্ষেত্রে সবার আন্তরিক সহযোগিতা সহমর্মিতা ও সমানভাবে গুরুত্বপূর্ণ।আলহামদুলিল্লাহ আমাদের আন নাফি ফাউন্ডেশনের সকল সদস্যদের পরামর্শের ভিত্তিতে আহবায়ক Abulkalam Azad ভাইয়ের অনুমতিতে আমরা কাজটি সুশৃঙ্খল ভাবে সম্পন্ন করি।আপনাদের সবার কাছে আমার আহবান থাকবে আপনারা ও আপনাদের এলাকায় সামাজিক কাজ, দ্বীনি কাজ করেন আল্লাহ তায়ালাই সব কিছুতে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ।সকলের কাছে আমাদের জন্য দোয়ার দরখাস্ত রইলো। রাস্তাঘাট পরিষ্কার, দারিদ্র্য দূরীকরণ নৈশ্য প্রহরী রাখার ব্যাপারে ও আমরা ভবিষ্যতে কাজ করার চিন্তাভাবনা আছে ইনশাআল্লাহ