জাতীয়

ডেমরায় অসহায় আওলাদের জমি জোরপূর্বক দখল করে সাইনবোর্ড ঝুঁলানোর অভিযোগ

  নিজস্ব প্রতিবেদক ১৩ এপ্রিল ২০২১ , ৬:২২ পিএম প্রিন্ট সংস্করণ

নজরুল ইসলাম বাবুঃ

রাজধানী ডেমরার বামৈল বড়ভাঙ্গা এলাকায় আওলাদ হোসেন নামে এক নিরীহ ব্যাক্তির জমি দখল করে বালু ভরাট করার কাজে বাধা প্রদান করার অভিযোগ উঠেছে সাবেক ছাত্রলীগের নেতা হাসান খান রবিন, জসিম উদ্দিন গংসহ অজ্ঞাত ৫০-৬০ জনের বিরুদ্ধে। এ ব্যাপারে ভুক্তভোগী ও তার পরিবার ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয়ে পুলিশের উধ্ধতন কতৃপক্ষের কাছে সুবিচার চেয়ে অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীরা জানান, ডেমরা বামৈল বড়ভাঙ্গা এলাকার সরকারি মেডিকেল কলেজের পিছনে বসবাসের জন্য এক খন্ড জমি বাউন্ডারী ও বালু ভরাট করছেন আওলাদ হোসেন ও তার পরিবারের সদস্যরা।

সম্প্রতি জসিম উদ্দিনের নেতৃত্বে ,সাবেক ছাত্রলীগের নেতা হাসান রনি (রবিন), আজিজ মিয়া, মহিবুল্লাহ, মমিনুল ইসলাম, করিমসহ বেশ কয়েকজনের একটি সিন্ডিকেট জমিটিতে জোড়পূর্বক দখল করে সাইনবোর্ড টানিয়ে দেন।

ভুক্তভোগী আওলাদ হোসেন ডেমরা থানায় লিখিত অভিযোগ দায়ের করতে গেলে রহস্যজনক কারনে তার অভিযোগ না নিয়ে পুলিশ তার বিরুদ্ধে বাড়াবাড়ি না করার হুমকি দিয়েছে। এতে আওলাদ হোসেন ও তার পরিবারের সদস্যরা জীবনের নিরাপত্তাহীনতা ও আতংকে দিন কাটাচ্ছেন।

ভুক্তভোগী আওলাদ হোসেন জানান,ডগাইর মৌজার সিটি দাগ নং ১৪০০ ও ১৩৯৮ দাগ এর (০.৫০+০.৩৪০৮) মোট ০.৮৪০৮ একর জায়গার মোট ০৬৬৬.৬৪ অযুতাংশ জায়গার মালিক হই এবং বর্তমানে অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়া ১৪০০ দাগের ০৩৯৩.৩৪ শতাংশ এলাকার গন্যমান্য সবার উপস্থিতিতে মাপজোপ করে বিক্রি করার উদ্দেশ্যে বালু ভরাটের কাজ করি এমতাবস্থায় সারুলিয়ার উল্লেখিত ব্যক্তিরাসহ অজ্ঞাত ৫০-৬০ জন এসে বালু ভরাটর কাজ বন্ধ করে দেয়। জসিম উদ্দিন ও সাবেক ছাত্রলীগ নেতা হাসান রনি (রবিন) নেতৃত্বে একদল সন্ত্রাসীবাহিনী এসে আমাদের জমিতে সাইনবোর্ড টানিয়ে দিয়ে চলে যান। আমাদের জমিতে আসলে প্রাণে মেরে ফেলে লাশ নদীতে ভাসিয়ে দিবে বলে হুমকি দেন সন্ত্রাসীরা। তাদের ভয়ে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ বিষয়ে জানতে চাইলে সাবেক ছাত্রলীগের নেতা হাসান রনি(রবিন) জানান, আমি কারো জমি দখলের সঙ্গে জড়িত নই। বালু ভরাটের ব্যবসা আমি করি। আমার এক আত্মীয়ের ক্রয় কৃত জমিতে সাইনবোর্ড টানিয়ে দিয়েছি।

অন্যদিকে অভিযুক্ত মহিবুল্লাহর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা আগে জমি কিনে বালু ভরাট করেছি।

ডেমরা থানার ওসি নাসির উদ্দিন জানান, কারো জমিতে সাইনবোর্ড টানানো পুলিশের কোন এখতিয়ার নেই। ছাত্রলীগ নেতা ও জসিম উদ্দিন গংদের বিরুদ্ধে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এ ব্যাপারে ডেমরা জোনের এডিসি দ্বীন মোহাম্মদ বলেন,অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

ওয়ারী জোনের ডিসি শাহ ইফতেখার আহমেদ জানান,জমি দখলের বিষয়ে কোন ছাত্রলীগ নেতা ও পুলিশ সদস্য জড়িত থাকলে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।