Uncategorized

ডেমরার ৬৬ নং ওয়ার্ডে আওয়ামী লীগের প্রথমিক সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

  নিজস্ব প্রতিবেদক ১৫ সেপ্টেম্বর ২০২১ , ১১:৪৮ পিএম প্রিন্ট সংস্করণ

সালে আহমেদ,ডেমরাঃ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ডেমরা থানার অন্তর্গত ৬৬ নং ওয়ার্ডে বাংলাদেশ আওয়ামী লীগের প্রাথমিক সদস্য সংগ্রহের আবেদন ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

১৫ সেপ্টেম্বর (বুধবার)৬৬ নং ওয়ার্ডের বামৈল অাইডিয়াল  উচ্চ বিদ্যলয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় সভায় উপস্থিত ছিলেন,ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি শরফুদদীন আহমেদ সেন্টু, মহানগর আওয়ামী লীগের সদস্য রকশানা আহমেদ চামেলী,ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ এম শরিফুল ইসলাম শরিফ।

আরও উপস্থিত ছিলেন, ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম খান মাসুদ ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল,সারুলিয়া ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ অালী প্রমুখ।

সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে বক্তারা দলের ত্যাগী, বিচক্ষণদের সুযোগ প্রদানের জন্য অাহবান জানান।এসময় তারা অারো বলেন,দলের ভেতর যাতে অনুপ্রবেশকারীরা প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে বলেন।