জাতীয়

ডেমরার হাজীনগরে গৃহবধূ খুন,স্বামী পলাতক

  নিজস্ব প্রতিবেদক ২৪ জানুয়ারী ২০২১ , ৬:৪৮ পিএম প্রিন্ট সংস্করণ

ডেমরায় গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা,স্বামী পলাতক
সালে আহমেদ,ডেমরাঃ
রাজধানীর ডেমরার মধ্য হাজী নগর ক্যানেল পাড়ে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।মৃত রাশি মধ্য হাজীনগরের মৃত সিরাজ মিয়ার ভাড়াটিয়া। ঘটনার পর থেকেই গৃহবধূর স্বামী পলাতক রয়েছেন। রবিবার (২৪ জানুয়ারি) বিকলের দিকে খবর পেয়ে ওই রাশি আক্তার নামে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি)খন্দকার নাসির বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আনুমানিক ২৫ বছর বয়সী গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাাসরোধ করে হত্যা করা হয়েছে তাকে।
শনিবার রাত থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত যে কোন সময় এ ঘটনাটি ঘটে। তিনি আরো বলেন, ঘটনার পর থেকেই গৃহবধুর স্বামী জুনায়েদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই মনে করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরেই এ খুনের ঘটনা ঘটে। রাশির এটি দ্বিতীয় বিয়ে। আগের ঘরে তার তিন বছরে একটি সনাতান রয়েছে। লাশটি মিটফোর্ড হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। গৃহবধূর স্বামীকে পাওয়া গেলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।